News71.com
 Bangladesh
 23 Nov 20, 01:54 PM
 736           
 0
 23 Nov 20, 01:54 PM

চবির ভবন নির্মাণে ৭৫ কোটি টাকার জালিয়াতি॥ জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা

চবির ভবন নির্মাণে ৭৫ কোটি টাকার জালিয়াতি॥ জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদের ভবন নির্মাণে ৭৫ কোটি টাকার কাজ জালিয়াতি করে হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন। তিনি বলেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন। মামলায় শামীমের সহযোগী আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. ফজলুল করিম চৌধুরী দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও আসামি করা হয়েছে। দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন বলেন জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র দাখিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ নেন জি কে শামীমের প্রতিষ্ঠানসহ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন