News71.com
 Bangladesh
 14 Nov 20, 11:27 AM
 724           
 0
 14 Nov 20, 11:27 AM

খাগড়াছড়িতে এক কিশোরী গৃহকর্মীর আত্মহত্যা॥

খাগড়াছড়িতে এক কিশোরী গৃহকর্মীর আত্মহত্যা॥

 

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি শহরে মৌমিতা ত্রিপুরা (১২) নামে এক গৃহকর্মী গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি। মৌমিতা জেলা সদরের নুনছড়ি থলিপাড় এলাকার সুনীল ব্রত ত্রিপুরার মেয়ে।জান যায়, খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকার বাসিন্দা অনন্ত ত্রিপুরার বাসায় মৌমিতা গৃহকর্মী হিসেবে কাজ করতো। দুপুরের কোনো এক সময় ঘরের ভেতর গলায় কাপড় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। গীর্জা থেকে ফিরে ঘরের অপর গৃহকর্মী ধনিতা ত্রিপুরা মৌমিতার কোনো কোনো সারা শব্দ না পেয়ে গৃহকর্তাকে জানায়। পরে গৃহকর্তা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মৌমিতার মরদেহ উদ্ধার করে।গৃহকর্তা অনন্ত ত্রিপুরা বলেন, আমি রাঙ্গামাটি যাবো দেখে মৌমিতা ও ধনিতা দুজন মিলে আমাকে রান্না করে খাইয়েছে। আমার স্ত্রী ছিল বাবার বাড়িতে। দুপুরে হঠাৎ করে শুনি মৌমিতা আত্মহত্যা করেছে। কেন সে আত্মহত্যা করেছে বুঝতে পারছিনা। ৪/৫ মাস ধরে সে মৌমিতা তার বাসায় থাকছেন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন