নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় যোগ দিতে যাওয়া মিছিলে হামলায় ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে জেলা শহরের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় যোগ দিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রাম থেকে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের চাচাতো ভাই সদর উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে একটি মিছিল রওয়ানা হয়। মিছিলটি জেলা শহরের মৌলভীপাড়ায় পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের অনুসারী হামলা চালায়। এসময় উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনির হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীরা আহত হন।পরে স্থানীয় নেতাকর্মীরা দুই পক্ষকে ফিরিয়ে দেন। সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের সমর্থকরা আহত নেতাকর্মীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সন্ধ্যা ছয়টায় শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মনিরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।