নিউজ ডেস্কঃ চট্টগ্রাম হালিশহর থানাধীন উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি এবং মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ফাঁড়ি ও অস্ত্রাগারের উদ্ধোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার সদর মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার পশ্চিম মো. ফারুক উল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ড. বেনজীর আহমেদ বলেন নবনির্মিত পুলিশ ফাঁড়ি নির্মাণের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।