নিউজ ডেস্কঃ চাঁদপুরে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে পথচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।এ সময় নিয়ম ভঙ্গকারীদের মধ্যে মুখে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশেষ ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়।বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত বসে। এসময় মুখে মাস্ক নেই এমন শতাধিক ব্যক্তিকে আর্থিক জরিমানাসহ বিশেষ সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।প্রসঙ্গত, এর আগের দিনেও চাঁদপুর শহরে একইভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, এখন করোনার দ্বিতীয় ঢেউ প্রায় মুখোমুখি। তাই এসময় সড়ক ও যানবাহনে চলাচলকারীদের মুখে মাস্ক ছাড়া অসচেতন মানুষদের আর্থিক জরিমানা ছাড়াও মুখে মাস্ক ব্যবহার সম্পর্কিত ধারণা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, এমন অভিনব শাস্তির ফলে এখন অনেকেই সচেতন হচ্ছেন।এদিকে, গত দুই দিনে চাঁদপুরে মুখে মাস্ক ছাড়া সড়কে পথচারী ও যানবাহনে অনেক মানুষ পাওয়া গেছে। এমন ২২৯ ব্যক্তিকে আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।