News71.com
 Bangladesh
 10 Nov 20, 12:56 AM
 700           
 0
 10 Nov 20, 12:56 AM

চট্টগ্রামে অগ্নিকান্ডে দগ্ধ নয়জনের মধ্যে একজন মারা গেছেন॥

চট্টগ্রামে অগ্নিকান্ডে দগ্ধ নয়জনের মধ্যে একজন মারা গেছেন॥

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের উত্তর কাট্টলীতে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পেয়ারা বেগম (৬৫) মারা গেছেন।দগ্ধ ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), শিশু মানহা (২), মাহের, পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।চমেক হাসপাতাল সূত্র জানা গেছে, দগ্ধ ব্যক্তিদের মধ্যে মিজানুরের শরীরের শতকরা ৪৮ ভাগ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, মাহেরের ৫, পেয়ারার ৬০, রিয়াজের ১৮, জাহানের ১২ ও সুমাইয়ার ১৫ ভাগ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম।এরই মধ্যে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি হাসপাতালেও যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন