নিউজ ডেস্কঃ রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখার সহকারী ম্যানেজার সেকান্দার নিহত হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত সেকান্দর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে। স্থানীয়রা জানান, গ্রামীণ ব্যাংকের কয়েক জন কর্মকর্তা তালুকদার ভবনে থাকতেন। রাত আনুমানিক ৯টার দিকে বিকট শব্দ হয়। এসময়ে রুমে থাকা অন্যরা দৌড়ে বের হয়ে আসলেও সেকান্দর আলী বের হতে পারেননি। পরে পুলিশ এসে রান্না ঘর থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয় মং মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বাঙ্গালাহলিয়ার তালুকদার বিল্ডিংয়ে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানেজারের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান।'