নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর করিমপুর এলাকার সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেল থেকে পুলিশ নরসিংদী পৌরসভার বাসিন্দা মো. আলামিন (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এসময় ওই মরদেহের পাশ থেকে একটি সুইসাইউ নোটও উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে লিখা ছিল, শহীদ নামে এক ব্যক্তির কাছে সে টাকা পাওনা ছিল। রোববার (১ নভেম্বর) রাত ১০টায় ঢাকা আবাসিক হোটেলের ৫ম তলার ৫৩৫নং কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আলামিন নরসিংদী পৌরসভার কো-অপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, আলামিন শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। রোববার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে তার ভাড়া কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে হোটেলের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।