নিউজ ডেস্কঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৯ জন আহত হয়। বরুড়ায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান সেলিম আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি শনিবার অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যার পরে নৌকা প্রার্থী আবদুল করিমের ক্যাডার বাহিনী হামলা চালিয়ে সেলিমকে হত্যার চেষ্টা করে। এতে তিনিসহ নয়জন নেতাকর্মী আহত হয়। যার মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মাহফুজুর রহমান সেলিমের সাথে গ্রামবাসীর টাকার লেনদেন দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায়ভার আমার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ সত্যজিত বড়ুয়া জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।