News71.com
 Bangladesh
 09 Oct 20, 08:50 PM
 803           
 0
 09 Oct 20, 08:50 PM

কুমিল্লায় পেটের ভেতর বহন করা ইয়াবাসহ দুইজন গ্রেফতার।।

কুমিল্লায় পেটের ভেতর বহন করা ইয়াবাসহ দুইজন গ্রেফতার।।

 

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় পৃথক অভিযানে পেটের ভেতর বহন করা ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জ সদর থানার ব্রাহ্মণ বয়রা গ্রামের জয়নাল আবেদিন মণ্ডলের ছেলে মজনু হোসেন মণ্ডল (৪০) এবং কুমিল্লার সদর দক্ষিণ থানার মুড়াপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুবেল (২৬)। মজনুর পেটের ভেতর আর রুবেলের ব্যাগে ইয়াবা পাওয়া যায়। কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, কুমিল্লার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় র্যাব। এসময় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হন তারা। পেটের ভেতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ দ্বারা পেচানো ক্যাপসুল আকৃতির ৭৫টি প্যাকেট থেকে ৩ হাজার ৭৬৪ পিস ইয়াবা বের করা হয়। তিনি আরও বলেন, একই সময়ে জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী বাজার এলাকায় শপিং ব্যাগে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় শপিং ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন