News71.com
 Bangladesh
 09 Oct 20, 08:29 PM
 743           
 0
 09 Oct 20, 08:29 PM

কক্সবাজারের আবাসিক হোটেলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।।

কক্সবাজারের আবাসিক হোটেলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে আবাসিক হোটেল কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।নিহত সাথী আক্তার (১৯) ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। তার বাপের বাড়ী বরগুনা জেলার বেতাগী এলাকায়। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে।বিপুল বলেন, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। কক্ষটি বাহির থেকে তালা খোলা অবস্থায় ছিল। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।হোটেলের নিবন্ধন খাতার বরাতে পরিদর্শক (তদন্ত) বলেন, 'গত ৮ অক্টোবর স্বামীসহ হোটেলে উঠেন। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথী আক্তারের এফিডেভিট মূলে বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাতেই অবস্থান করতেন। এরপর তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন