News71.com
 Bangladesh
 09 Oct 20, 12:49 PM
 763           
 0
 09 Oct 20, 12:49 PM

কক্সবাজারে অপহরণের ৫১ ঘণ্টা পর রোহিঙ্গা উগ্রপন্থীদের আস্তানা থেকে মুক্তি।।

কক্সবাজারে অপহরণের ৫১ ঘণ্টা পর রোহিঙ্গা উগ্রপন্থীদের আস্তানা থেকে মুক্তি।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া কুতুপালং যাত্রী আনতে গিয়ে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে অপহৃত হ্নীলার মাইক্রোবাস চালক নুরুল বশরকে অপহরণের ৫১ ঘণ্টা পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালককে কক্সবাজার চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে হ্নীলা রঙ্গিখালী স্কুল পাড়ার দিলদার আহমদ প্রকাশ দিলুর ছেলে মাইক্রোবাস চালক নুরুল বশর (৩৫)কে রোহিঙ্গা অপহরণকারী চক্রের সদস্যরা ছুরিকাঘাত করে রক্তাক্ত এবং গুরুতর আহত অবস্থায় ছেড়ে দেয়। রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে ফিরে আসা নুরুল বশর তার এক বোন জামাই এবং স্বজনদের সহায়তায় চিকিৎসার জন্য কক্সবাজার গমন করে বলে স্ত্রী সেগুফা নিশ্চিত করেন। তাঁরা মাইক্রোবাস চালক বশর নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর কৌশলী ভূমিকার প্রশংসা করেছেন। অপহৃত চালক ফিরে আসার সংবাদে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

 

উল্লেখ্য, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এক ব্যক্তির ভাড়ায় হ্নীলা স্টেশন থেকে কুতুপালং মরকজ পাহাড় এলাকায় যাত্রী আনার জন্য গিয়ে হ্নীলা রঙ্গিখালী স্কুল পাড়ার নুরুল বশর অপহৃত এবং পশ্চিম সিকদার পাড়ার নুর হোছনের ছেলে নুরুল হুদা (৩০) খুন হন। এই ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে রোহিঙ্গা বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের উপর চড়াও এবং তাদের প্রতিহতের ঘোষণা দেন। এদিকে বুধবার (৭ অক্টোবর) একটি মোবাইলফোন থেকে অপহৃত মাইক্রোবাস চালক নুরুল বশর বাবার নিকট ফোন করে জানান, সে রোহিঙ্গা উগ্রপন্থী গ্রুপের হেফাজতে পাহাড়ে রয়েছে।

 

 এই বিষয় নিয়ে বেশি হৈচৈ করলে লাশ পাবে, আর নিরব থাকলে তাদের মনে দয়া হলে জীবিত ছেড়ে দিতে পারে বলে আশ্বস্ত করেন। স্থানীয় চেয়ারম্যানসহ সচেতন মহল অপহৃত নুরুল বশরকে প্রাণে রক্ষার্থে কৌশলী ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে অপহরণকারী গুরুতর আহত অবস্থায় তাকে ফেরত দিলে পরিবারসহ সকলের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং চরম উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন