News71.com
 Bangladesh
 08 Oct 20, 06:16 PM
 765           
 0
 08 Oct 20, 06:16 PM

চট্টগ্রামে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার ।।

চট্টগ্রামে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ নগরীতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন- রোহিঙ্গা নাগরিক সাব্বির আহমেদ ও মোহাম্মদ ইউনুস। দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

 

মেট্রো মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দুই জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন