নিউজ ডেস্কঃ রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোর রাতে শহরের রিজার্ভ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি দোকানে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তেই এ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ রূপ নেয় আগুন। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগে আগুনে পুড়ে গেছে মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান, সেলুন, লাইব্রেরি সহ ৯টি দোকান।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা জানান, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান।