নিউজ ডেস্কঃ রাঙামাটির রাজস্থলী উপজেলায় জালাল উদ্দিন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজস্থলী বাজারে এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ জানান, জামাল উদ্দিন ওরফে রিপন রাজস্থলী বাজারপাড়া এলাকার আইনুল হকের ছেলে। তিনি পেশায় একজন খুচরা মাছ বিক্রেতা। বিভিন্ন এলাকা থেকে মাছ এনে বাজারে বিক্রয় করতো জালাল উদ্দিন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ জানিয়েছেন, সোমবার দুপুরের দিকে রাজস্থলী বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার সময় জালালের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।