নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক ভুয়া চিকিৎসকের অপারেশনের সময় নাসরিন আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মেঘনা মেডিক্যাল সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের আঙুর আলীর মেয়ে। এ ঘটনায় ভুয়া চিকিৎসকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, কিছুদিন আগে পায়ের হাড়ভাঙার অপারেশন করা হয়েছিল শিশুটির। সে সময় ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য পায়ে রড সংযুক্ত করা হয়েছিল। শনিবার বিকেলে রডটি খুলতে গিয়ে মেঘনা মেডিক্যাল সেন্টারের অপরেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম আরিছুল হক জানান, ভুয়া চিকিৎসকের হাতে নাসরিন আক্তারের মৃত্যু হয়েছে। এঘটনায় ভুয়া চিকিৎসক নজরুল হোসেনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় মামলা দায়ের করা হবে।