নিউজ ডেস্কঃ ফেনীতে আগুনে পুড়ে গেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবরেটরিসহ ৩টি শ্রেণিকক্ষ। আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে । ফায়ার সার্ভিস জানায়, আজ শুক্রবার সকালে সদর উপজেলার ধলীয়ার বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় বিদ্যালয়টির ৩টি শ্রেণিকক্ষ ও বিজ্ঞানাগার। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, এখন যেহেতু স্কুল বন্ধ এই মুহূর্তে কিছু করার দরকার নেই। তবে আমরা উপজেলা পরিষদের অর্থায়নে অনেক প্রকল্প দিয়ে থাকি। আমরা চেষ্টা করব স্কুল ভবনটা মেরামত করে দেয়া যায় কিনা। স্কুলের যে ফার্নিচারগুলো নষ্ট হয়েছে সেগুলো উপজেলা পরিষদের অর্থায়নে করে দেয়ার চেষ্টা করব ।