নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে রামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের জহির মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শফিকুর রহমানের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বেসরকারি সংস্থা আশায় কর্মরত ছিলেন। সন্ধ্যায় নিজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ‘কেনা’ গ্রামে নিজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আশায় কর্মরত শফিকুল জেলার নবীনগর থেকে গ্রামের বাড়ি বিজয়নগরের নিজবাড়ী কেনা গ্রামে ফেরার সময় ঢাকাগামী ট্রাকচাপায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।