News71.com
 Bangladesh
 01 Oct 20, 12:51 PM
 851           
 0
 01 Oct 20, 12:51 PM

খাদ্যে ভেজাল।।ফেনীতে তিন প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা

খাদ্যে ভেজাল।।ফেনীতে তিন প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ  ফেনীতে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব। প্রতিষ্ঠানগুলো হলো রসমেলা ফুড প্রোডাক্টস লিমিটেড, যমুনা বেকারি ও সনি আইসক্রিম ফ্যাক্টরি।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় র‌্যাব অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।  র‌্যাব জানায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হলেও শোধরায়নি ফেনীর রসমেলা ফুড প্রোডাক্টস লিমিটেড নামীয় খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির পুরনো চিত্রই পরিলক্ষিত হয়েছে। প্রতিষ্ঠানটির বিএসটিআইর অনুমোদন নেই, কারাখানায় বিরাজমান অস্বাস্থ্যকর পরিবেশ, পঁচা ও বাসি খাদ্য, ক্ষতিকর রং মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং মোড়কে মিথ্যা তথ্য প্রচার-অপরাধের কোনো কমতি নেই। একই চিত্র পাওয়া গেছে যমুনা বেকারি ও সনি আইসক্রিম ফ্যাক্টরিতেও। তাই ওই তিনটি প্রতিষ্ঠানের বিশাল অংকের টাকা জরিমানা করেছেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। একই সঙ্গে ৪ জনকে আটক ও কারখানা সিলগালা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, র‌্যাব-৭ ফেনীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলের দিকে শহরতলীর কালীপালে রসমেলা, যমুনা বেকারি এবং মধুপুরে সনি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এসময় উল্লেখিত অনিয়ম ও অপরাধে রসমেলা ফুড প্রোডক্টস লি. ও যমুনা বেকারি থেকে চার জনকে আটক করা হয় ও মোট ৩১ লাখ টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন