নিউজ ডেস্কঃ ফেনীতে সরকারি লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে ফেনী শহরের হাজারী রোড ও সদর উপজেলার রাণীরহাটে দুই ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাণীরহাটে ভাই ভাই অ্যান্ড ব্রাদার্সের কন্ট্রোল রুমের মালামাল জব্দ করা হয়। এছাড়া, ফেনী শহরের বিরিঞ্চি এলাকার ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহিউদ্দিন সুমনকে লাইসেন্স করার জন্য আগামী ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।এসময় বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘অবৈধভাবে ডিজি কম, ফেনী ভিশন, স্টার ক্যাবল নেটওয়ার্ক থেকে ফেনী জেলার প্রায় দুশ’ ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।