News71.com
 Bangladesh
 28 Sep 20, 07:07 PM
 826           
 0
 28 Sep 20, 07:07 PM

এসিড ঝলসানো কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার।।

এসিড ঝলসানো কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) বার্ন ইউনিটে এসিডে পোড়া যন্ত্রণায় কাতরাচ্ছেন কিশোরী খাদিজা আক্তার মনি। ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে ১৩ বছরের ওই কিশোরীকে এসিড নিক্ষেপ করে বখাটেরা।মনির বাবা ভূমিহীন বার্নিশ মিস্ত্রী মোসলেম মিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না মেয়েকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে ঢাকা নেয়ার। এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন

জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। তিনি এ মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জানালা দিয়ে ছোড়া বোতল ভর্তি এসিডে খাদিজার শরীরের ৫০ভাগ পুড়ে গিয়েছে।তার পরিবারের সন্দেহ স্থানীয় আপন ও জাহিদ নামে দুই তরুণ তার মেয়ের শরীরে এসিড নিক্ষেপ করেছে।

 

আবার খাদিজার মা-বাবা জানান, হারুন নামে এক রংমিস্ত্রির সাথে খাদিজার বিয়ের কথা ঠিক হয়ে রয়েছে। একবছর পরে তাদের বিয়ে হওয়ার কথা। খাদিজার অন্য কোথাও বিয়ে হতে পারে ভেবে হারুন এ আশঙ্কা থেকে এ ঘটনা ঘটিয়েছে।মেয়ের শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় বাবা মোসলেম মিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেছেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে হারুন নামে একব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, নির্যাতনের শিকার খাদিজার পরিবারের সন্দেহের তালিকায় আপন ও জাহিদ নামে দুই তরুণ রয়েছে। তবে আমরা মামলার ঘটনা তদন্ত করতে গিয়ে হারুন নামে একব্যক্তিকে আটক করেছি। সন্দেহের তালিকায় থাকা ওই দুই তরুণকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন