নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৬০) মারা গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে দুপুর ২টার দিকে কুমিল্লায় ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি।ওমর ফারুক বাদশা নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল হকের ছেলে। জানা যায়, শনিবার রাতে অসুস্থ হন তিনি। (রোববার) সকাল ১০টার দিকে ব্রেইন স্ট্রোক হয় বলে জানা গেছে। পরে তাকে উপজেলার চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তিনি দুই সন্তানের জনক ছিলেন।