নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলায় চট্টগ্রাম থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি সংগঠনগুলো। গত বুধবার গভীর রাতে খাগড়াছড়ি শহরের এক পাহাড়ী পরিবারে দরজা ভেঙে ঘরে ঢুকে একদল যুবক। এ সময় তারা মাকে বেঁধে রেখে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় পরদিন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ৯ জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতার মা। এ ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে। পাহাড়ী নেতারা জানান, কোন নারী, জাতি ও দেশ চায় না এ ধরনের ধর্ষণের ঘটনা হোক। ধর্ষণের যে ধরনের ঘটনা ঘটেছে; তার সুষ্ঠু বিচার চাই।