নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিয়েছে। জড়িয়েছে সংঘর্ষেও। কিন্তু এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।তবে, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করা ছাত্রলীগ নেতা সাজিনকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ বলছে, অস্ত্র নিয়ে যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকায় জমি নিয়ে বিরোধে দু'পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।তবে, সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করা কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুয়ান আলী সাজিনকে বহিষ্কার করা হয়েছে। সাজিন ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজনকে অস্ত্র ব্যবহার করতে দেখা গেলেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।