News71.com
 Bangladesh
 23 Sep 20, 06:53 PM
 789           
 0
 23 Sep 20, 06:53 PM

কুমিল্লায় ডিবি পরিচয়ে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার॥

কুমিল্লায় ডিবি পরিচয়ে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ কুমিল্লায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাতি করা আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।রাজধানীর সাভার ও গাজীপুর এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জামা উদ্ধার করা হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলায় সাম্প্রতিক সময়ে নগদ অর্থ বহনকারীদের জোরপূর্বক গাড়িতে উঠিয়ে ছিনতাই করে ভিকটিমকে নির্জন স্থান ফেলে পালিয়ে যেত ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতারকচক্র। গত ৩ মাসে জেলার ৩টি উপজেলা থেকে ২২ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ওই চক্রটি। এর মধ্যে গত ২১ জুলাই সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ৫ লাখ ৮ হাজার টাকা, গত ১২ আগস্ট কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভাস্থ মহিলা কলেজের সামনে থেকে ১২ লাখ টাকা এবং সর্বশেষ ২১ সেপ্টেম্বর দাউদকান্দির গৌরিপুর এলাকা থেকে বিকাশ ব্যবসায়ীর নিকট থেকে সাড়ে ৫ লাখ টাকা অভিনব কায়দায় ছিনতাই হয়।বিষয়টি নজরে আসায় ডিবির এলআইসি টিম বুধবার ভোরে ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন