নিউজ ডেস্কঃ কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের শ্যালক মিজানুর রহমানের দুটি স্থায়ী আমানত (এফডিআর) থেকে ৪ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কমিশনের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্ব দুদকের একটি দল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা থেকে টাকাগুলো জব্দ করেন। মিজানুর রহমানের নামে দুটি এফডিআরে এসব টাকা জমা ছিল বলে ব্যাংকের বরাত দিয়ে জানিয়েছেন দুদক কর্মকর্তা শরীফুল।
মিজানুর রহমানের বাড়ি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরী পাড়া এলাকায়। প্রসঙ্গত, কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দুদক বেশ কিছু চক্রের খোঁজ পেয়েছে। এসব চক্রের অন্তত ৬০ সদস্য কক্সবাজারে চলমান ৭০টিরও বেশি প্রকল্পে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নকাজ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
ইতোমধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, তার ছেলে হাসান মেহেদী রহমান, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের ব্যাংক হিসাব, সম্পদ ও টাকা জব্দ করেছে দুদক। এছাড়া, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখার দালালের তালিকায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম রয়েছে।