News71.com
 Bangladesh
 23 Sep 20, 12:25 PM
 785           
 0
 23 Sep 20, 12:25 PM

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৭৭ জন॥

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৭৭ জন॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৭ জন, বিআইটিআইডিতে ১৩ জন, চমেক ল্যাবে ২৬ জন এবং সিভাসু ল্যাবে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন