নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে একদিনে বিচ্ছিন্ন ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে একজনের পরিচয় পাওয়া না যায়নি। মহেশখালী থানার পরিদর্শক দিদারুল ফেরদৌস জানান, গত ২০ সেপ্টেম্বর বাঁকখালী মোহনায় মাছ ধরার ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী বোট থেকে পড়ে তোফাইল মাহমুদ নামে একজন নিখোঁজ হয়। পরে মঙ্গলবার সকালে তার মরদেহ সোনাদিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়। তোফাইল ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ার নাগু মিয়ার ছেলে ও চট্টগ্রাম কলেজের ছাত্র। লাশটি উদ্ধার করে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।এদিন দুপুরে ছোট মহেশখালীর মুদিরছড়া প্যারাবনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে আনুমানিক বয়স ৪৫ ও গায়ে ছিল হাফ প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কোনো জেলের।এদিকে মহেশখালী উপজেলার গোরকঘাটা চরপাড়া থেকে দেলোয়ার হোসেন নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তিনি দুইদিন আগে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দেলোয়ার হোসেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।