News71.com
 Bangladesh
 20 Sep 20, 09:17 PM
 796           
 0
 20 Sep 20, 09:17 PM

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার॥  

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার॥   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রেজা আহম্মদ অভি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার কাছ থেকে তিনটি পাইপগান ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজা আহম্মদ অভি ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় কালিকাপুর গ্রামের বিশেষ অভিযান চালানো হয়। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও একটি টিপ চাকুসহ সন্ত্রাসী রেজা আহম্মদ অভিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভির বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে।নোয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় ডিবির এসআই মো. জাকির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত অভির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন