News71.com
 Bangladesh
 17 Sep 20, 10:27 AM
 803           
 0
 17 Sep 20, 10:27 AM

করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন করোনায় আক্রান্ত॥

করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন।তিনি জানান, বুধবার রাতে ডিসি স্যারের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ এসেছে। 'স্যারের জ্বর এবং সামান্য কাশি উপসর্গ রয়েছে। তিনি ডিসি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন' যোগ করেন তিনি। এর আগে গত রোববার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্ত্রী ফারহানা নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হন। বুধবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর রাতে মোহাম্মদ ইলিয়াস হোসেনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়। গত মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নানা উদ্যোগ বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন