নিউজ ডেস্কঃ টানা দ্বিতীয় দিনের মতো উত্তর চট্টগ্রামের ব্যস্ততম কাপ্তাই সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সড়কের রাউজান অংশের নোয়াপাড়া, পাহাড়তলীসহ যানজটপ্রবণ বিভিন্ন বাজার ও মোড়ে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। সকাল ১১ টায় উপজেলাধীন নোয়াপাড়া বাজার এলাকা হতে অভিযান শুরু হয়। এ সময় বিশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করা হয়। বন্ধ করা হয় রাস্তার ওপর যাত্রী ওঠানামাসহ ট্রাফিক আইন পরিপন্থী অন্যান্য কার্যাবলিও। এসময় সড়ক শৃঙ্খলা রক্ষার্থে রশি টেনে ডিভাইডার নির্দিষ্ট করে দেওয়া হয়। সাধারণ চালক ও মালিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সার্কেল এএসপি।