নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলায় অন্যত্র বিয়ে করায় প্রেমিকাকে (২৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেফতার সাতজনকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার সাতজন হলো-প্রেমিক সুমন মিয়া (২৭), হোসাইন মিয়া (১৯), জাহিদ হাসান (১৯), নাজমুল (২৭), সোহেল (৩০), আবু মুছা (১৯) ও সানাউল্লাহ (৩৫)। এর আগে সোমবার ধর্ষণের শিকার নারী বাদি হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই সাতজনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে সুমন মিয়ার প্রেমের সম্পর্ক ছিলো। তিন মাস প্রেমের সম্পর্ক চলার পর অন্যত্র বিয়ে হয় ওই নারীর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় সুমন মিয়া তাকে ফোন কল করে জানায়, তার স্বামীকে আটক করে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি সুমন মিয়ার সঙ্গে দেখা করেন। এসময় স্বামীর খোঁজ জানতে চাইলে সুমন সাত ব্যক্তির কাছে তাকে তুলে দিয়ে চলে যায়। পরে পুকুরপাড়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুমন মিয়াসহ আটজনকে আসামি করে থানায় গণধর্ষের মামলা হয়েছে।