News71.com
 Bangladesh
 07 Sep 20, 11:16 AM
 858           
 0
 07 Sep 20, 11:16 AM

আখাউড়ায় শ্মশানের জায়গা উদ্ধার॥

আখাউড়ায় শ্মশানের জায়গা উদ্ধার॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে রুটি গ্রামে শ্মশানের জায়গা অবশেষে উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ আলম জায়গাটি উদ্ধার করে শ্মশান কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে বুঝিয়ে দেন। দীর্ঘ দিন ধরে ওই গ্রামের একটি প্রভাবশালী গোষ্ঠী মামলার হুমকি ও কখনো সৎকারে বাধা দিয়ে শ্মশানের জায়গা নিজেদের দখলে রাখতে চেয়েছিলেন। কিন্তু সংবাদকর্মীরা এ নিয়ে খোঁজ-খবর শুরু করায় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সব মহলের নজরে আসে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে জায়গাটি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দেন।

সারোয়ার আলম রাসেল নামে এক ব্যক্তি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়পক্ষ ও গ্রামের লোকজনের উপস্থিতিতে সরকারি সার্ভেয়ার এবং আমিন দিয়ে প্রথমে শ্মশানের জায়গাটি পরিমাপ করেন। পরে শ্মশানের জায়গায় লাল নিশান পুঁতে দেওয়ার পাশাপাশি দুটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। এসময় তিনি শ্মশানের জায়গায় প্রভাবশালীদের থাকা মালামালও সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ আলম বলেন, জায়গাটি উদ্ধার করে শ্মশান কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন