News71.com
 Bangladesh
 05 Sep 20, 07:06 PM
 923           
 0
 05 Sep 20, 07:06 PM

নোয়াখালীতে অপহৃত গৃহবধূ ও তার শিশুপুত্র ঢাকায় উদ্ধার॥

নোয়াখালীতে অপহৃত গৃহবধূ ও তার শিশুপুত্র ঢাকায় উদ্ধার॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে অপহরণের তিন দিন পর এক সৌদি প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় অপহরণকারী শাহাদাত হোসেন সাদ্দামকে (২৬) গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টম্বর) সকালে গৃহবধূর বাবা মোহাম্মদ উল্যাহ বাদী হয়ে শাহাদাত হোসেন সাদ্দামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৪-৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।এর আগে শুক্রবার গভীর রাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহায়তায় লালবাগ কেল্লা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিংবাহুড়া গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী (২৫) তার শিশু সন্তান নিয়ে কিছুদিন আগে বাবার বাড়ি একই উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলি গ্রামে বেড়াতে যান। বুধবার সকালে ওই গৃহবধূ রিকশায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের খাগোরিয়া গ্রামের রুহুল আমিনে বখাটে ছেলে শাহাদত হোসেন সাদ্দাম ও তার সহযোগীরা ওই গৃহবধূর পথরোধ করে জোরপূর্বক একটি প্রাইভেটকার যোগে ঢাকা নিয়ে যান।পুলিশ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন