নিউজ ডেস্কঃ নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে রাজু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই এলকার কিরন মিয়ার ছেলে এনামুল হক বাবলু (২০) গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে, তারা দু’জনই একাধিক মামলার আসামি এবং পুলিশ এস্লোট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার (২৭ আগস্ট) দিনগত রাতে শহরের মাইজদী বাজার সংলগ্ন আহমদ মঞ্জিলের চতুর্থতলা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে লাফ দিলে এ ঘটনা ঘটে। নিহত রাজু নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার মো. শরীফের ছেলে। আটকৃতরা হলো, একই এলাকার কাইয়ুম, বাবুল, শাকিল, আতাউর।