নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুল পড়ুয়া ভাই-বোনকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। থাপ্পরের শোধ তুলতে মেহেদী হাসান কামরুল (১০) ও তার বোন শিফা আক্তারকে (১৪) গলা কেটে খুন করে মামা বাদল মিয়া (৩০)। বুধবার ঢাকা থেকে মামা বাদল মিয়াকে আটক করা হয়। দুই ভাগ্নে-ভাগ্নিকে খুনের দায় স্বীকার করেছে ঘাতক বাদল। গতকাল বুধবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এর আগে এ ঘটনায় বাদলকে আসামি করে দু’সন্তানের হত্যা মামলা দায়ের করেছেন তাদের পিতা কামাল হোসেন।
পুলিশ সূত্র জানায়, বাদল বাহরাইন থাকাকালে দোকান করার জন্যে ৩ বছর আগে বোনের জামাই কামাল হোসেনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নিয়েছিল। এরমধ্যে ৩ লাখ টাকা ফেরত দেয়। বাকি ১০ লাখ টাকা ফেরত না দেওয়ায় বোন জামাইয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। সপ্তাহ খানেক আগে বাদলকে এজন্যে থাপ্পরও মারেন কামাল উদ্দিন। এই ক্ষোভে প্রতিশোধ স্বরূপ নিজের ১০ বছর বয়সি ভাগ্নেকে হত্যার পর তার মরদেহ লুকানোর সময় দেখে ফেলায় ভাগ্নিকেও খুন করে সে। তাদের দু’জনকেই ঘাই মেরে ও গলা কেটে হত্যা করা হয়। বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আসামি বাদল।