News71.com
 Bangladesh
 24 Aug 20, 11:56 AM
 881           
 0
 24 Aug 20, 11:56 AM

ব্রাহ্মণপাড়ায় পাহাড়ি ঢলে সেতু ভেঙে খালে॥

ব্রাহ্মণপাড়ায় পাহাড়ি ঢলে সেতু ভেঙে খালে॥

 

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের একটি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে কয়েক গ্রামের মানুষের lখরা মৌসুমে খাল খনন করায় এবং গত কয়েকদিনের পাহাড়ি ঢলের পানির চাপে রোববার খুঁটির নিচের মাটি সরে গিয়ে দুই পাশ থেকে ভেঙে পুরো সেতুটি খালে ধসে পড়ে।সোমবার (২৪ আগস্ট) এলাকাবাসী জানান, রোববার সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় মিয়া বাড়ির সংলগ্ন সেতুটির খুঁটির নিচের মাটি সরে গিয়ে খালে ধসে পড়ে। এ ঘটনায় চান্দলা মিয়া বাড়ি, খলিফাপাড়া, চরের পাথর, নোয়াপাড়া, লালখারসহ কয়েকটি এলাকার মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে।এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জাকির হোসেন খান জানান, পানি উন্নয়ন বোর্ড ইচ্ছামত খাল খনন করার সময় সেতুর গোড়ার মাটিও তুলে কেটে নিয়ে যায়। সেই সময় আমরা ও এলাকাবাসী এতে বাধা দিয়েছিলাম। তবে তখন তারা সেটি মানেননি। খননকারীরা আমাদের কথা কোন প্রকার আমলে না নিয়ে ভেকু মেশিন দিয়ে সেতুর গোড়ার মাটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানিতে হেলে পুরো সেতুটি খালে ধসে পড়েছে। এতে কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন