নিউজ ডেস্কঃ সিলেট শহরতলীর খাদিমপাড়ায় র্যাব অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওসমানী নগরের দুই সহোদর রয়েছেন।র্যাব-৯ জানায়, শনিবার (২২ আগস্ট) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব একটি দল এ অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছোরা, ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।গ্রেফতারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাফনাল পাড়ার মৃত আমজাদ খানের ছেলে কামরুল খান (১৯) ও তার ভাই রেজাউল ইসলাম (২২) এবং একই থানাধীন নিজকুরুয়া গ্রামের মৃত তাজদ আলীর ছেলে রেজাউল ইসলাম (২২)।