নিউজ ডেস্কঃ সাতকানিয়ার বাজালিয়া এলাকায় দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। চেয়ারম্যান তাপস দত্তের নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীদের। ‘চেয়ারম্যান বাহিনীর’ হামলার শিকার ছাত্রলীগ কর্মী মো. তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং অপর আহত আবু সুফিয়ান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বড়দুয়ারা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।গুরুতর আহত মো. তৌহিদ বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে। তার বাড়ি বাজালিয়া এলাকায়।হামলায় আহত আবু সুফিয়ান মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পথরোধ করে আমাদের ওপর হামলা করে সোলেমান বাঁশী, তার ছেলে আলমগীর ও ফরহাদ এবং বাবলু বড়ুয়াসহ কয়েকজন। আমাকে ও তৌহিদকে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে কাছেই চেয়ারম্যান তাপস দত্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার নির্দেশেই এ হামলা হয়েছে।