নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে লাভনী-৩ নামে একটি মেরামত জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা ৪জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এ পর্যন্ত আরও ২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম বন্দরে একটি লাইটার জাহাজকে মেরামত করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়ার কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে মেরামত জাহাজ ডুবির এ ঘটনা ঘটে ।
তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর একটি লাইটার জাহাজকে মেরামত করতে যাওয়ার পথে বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৬ জন ক্রুর মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুইজন ক্রু নিখোঁজ রয়েছেন ।