News71.com
 Bangladesh
 18 Aug 20, 10:02 PM
 842           
 0
 18 Aug 20, 10:02 PM

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ সুজনের॥

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ সুজনের॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর চকবাজার এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।খোরশেদ আলম সুজন বলেন, জনগণ আমাদের ট্যাক্স দেয়; তাদের অসুবিধার সময়ে আপনারা কাছাকাছি থাকবেন। আমি সিডিএ-এর লোকদের বলছি আপনরা মানুষের এটা (ময়লা) পরিষ্কার করে দেবেন। পরিষ্কার জন্য জলাবদ্ধতা কমিটি দরকার আছে কি-না সেটা দেখার বিষয় না। ময়লা দেখবেন তুলে নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন