News71.com
 Bangladesh
 15 Aug 20, 09:51 PM
 840           
 0
 15 Aug 20, 09:51 PM

চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের অভিযান॥ ইয়াবাসহ গ্রেফতার চার

চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের অভিযান॥ ইয়াবাসহ গ্রেফতার চার

নিউজ ডেস্কঃ নগরের পাহাড়তলী ও বন্দর থানাধীন পৃথক এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।শনিবার (১৫ আগস্ট) নগরের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ও বন্দর থানাধীন বারিকবিল্ডিং মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলো- মো. হেলাল মিয়া (৩৫), মো. মুমিনুর রশিদ (৪২), মো. সুলতান আহাম্মদ (৩০) ও মো. রুবেল হোসেন চৌধুরী প্রকাশ রুবেল (২৭)।এদের মধ্যে হেলাল মিয়া ও মুমিনুর রশিদকে ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম বিভাগ)। সুলতান আহাম্মদ ও রুবেল হোসেন চৌধুরী প্রকাশ রুবেলকে বারিকবিল্ডিং মোড় এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী ও বন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন