News71.com
 Bangladesh
 10 Aug 20, 08:14 PM
 845           
 0
 10 Aug 20, 08:14 PM

কক্সবাজারের এসপির প্রত্যাহার চান সাবেক সেনা কর্মকর্তারা॥

কক্সবাজারের এসপির প্রত্যাহার চান সাবেক সেনা কর্মকর্তারা॥

 

নিউজ ডেস্কঃ পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মাসুদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক সেনা সদস্যরা।রাজধানীর উত্তরায় সোমবার (১০ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচিত চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনহার মা, বোন ও অন্যান্য সাবেক সেনা কর্মকর্তারা।খন্দকার নুরুল আফসার জানান, আমাদের দাবি কক্সবাজারের পুলিশ সুপার মাসুদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া সেখানে যে সকল পুলিশ ছিলো তাদের অস্ত্রগুলো হেফাজতে নেয়া হোক। এটা তদন্তের জন্যই করতে হবে। যারা তদন্ত করছে, তারা খুবই দক্ষ। আমরা আশা করি কোনো পক্ষ বিপক্ষ হয়ে তারা তদন্ত করবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন