News71.com
 Bangladesh
 09 Aug 20, 08:16 PM
 798           
 0
 09 Aug 20, 08:16 PM

কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু॥

কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন। করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন।করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন একজন পুরুষ ও একজন নারী। আর উপসর্গ নিয়ে মারা গেছেন একজন নারী ও ২ জন পুরুষ। জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫০ জন।বর্তমানে করোনা ও করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন। রোববার (৯ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে শনিবার করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৯ জনের। জেলায় বর্তমানে করোনা পজেটিভের সংখ্যা ৫ হাজার ৮২৩জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন