News71.com
 Bangladesh
 06 Aug 20, 08:50 PM
 821           
 0
 06 Aug 20, 08:50 PM

বান্দরবানের ২৯ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তা॥

বান্দরবানের ২৯ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তা॥

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন বান্দরবানের ২৫ জন সাংবাদিক। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজনে ও প্রেস ইউনিট বান্দরবানের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি আবাসিক হোটেলের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে জনপ্রতি ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়া হয় । বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএফইউজের যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরীসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলে আজ দেশে করোনার এই মহামারিতেও সাংবাদিকসহ সবার পাশে তিনি আছেন। আওয়ামী লীগ চায় দেশের উন্নয়ন। আর দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন