News71.com
 Bangladesh
 05 Aug 20, 12:20 PM
 834           
 0
 05 Aug 20, 12:20 PM

৭ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দিতে কাজ শুরু করেছে মেজর সিনহা হত্যায় গঠিত তদন্ত কমিটি॥

৭ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দিতে কাজ শুরু করেছে মেজর সিনহা হত্যায় গঠিত তদন্ত কমিটি॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় গঠিত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার টার্গেট নিয়ে কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।তিনি বলেন, নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্যে তদন্ত কাজ করা হবে। তদন্ত কার্যক্রম চলবে গোপনে, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। কীভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে, আমরা সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করেছি।এই তদন্ত কর্মকর্তা  আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আমরা এই সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েই কাজ শুরু করেছি। তদন্তের স্বার্থে যেখানে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। স্বরাস্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত বা নির্দেশনা কমিটিকে দেওয়া হয়েছে তার ভিত্তিতে তদন্ত কাজ পরিচালনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন