নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের হালিশহরের মহেশখালে জোয়ারের পানিতে ডুবে যাওয়া দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাত ৮টার দিকে মুন্নি আকতার (১৪) নামে একজনকে উদ্ধার করে।পরে বুধবার (২২ জুলাই) ভোর ৫টার দিকে ঝুমা আকতারকে (১৭) উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। দুপুরে হাঁটতে গিয়ে হালিশহর থানার বেপারী পাড়া বাদশা মিঞা ব্রিক ফিল্ড রোড এলাকায় মহেশখালে পড়ে যান এ দুই কিশোরী। মুন্নি ওই এলাকার ইসলামীয়া ব্রিক ফিল্ড সংলগ্ন নাছির কলোনির মো. ইউসুফের মেয়ে। তাদের নিজ বাড়ি বরিশালে। নিখোঁজ ঝুমা একই এলাকার জামালের মেয়ে। জামাল পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তাদের নিজ বাড়ি চাঁদপুরে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই কিশোরী নিখোঁজ হলেও ফায়ার সার্ভিস খবর পায় সন্ধ্যা ৬টায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহিদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।