News71.com
 Bangladesh
 22 Jul 20, 06:30 PM
 832           
 0
 22 Jul 20, 06:30 PM

স্কুলছাত্র আত্মহত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত॥

স্কুলছাত্র আত্মহত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আগ্রাবাদে মা ও বোনকে হয়রানির অপমানে স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা হেলালকে বরখাস্ত করা হয়েছে।বুধবার (২২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটি। একই সঙ্গে অধস্তন কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় শোকজ করা হয়েছে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশকে।এরআগে, তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা শাখার উপ-কমিশনার মঞ্জুর নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে, এ এস আই হেলালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।গত ১৭ জুলাই রাতে, চোর সন্দেহে পুলিশের এক সোর্সকে আটক করে মারুফ। এ ঘটনায় তার মা এবং বোনকে মারধর করে থানায় নেয়া হয়। এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করে মারুফ। এনিয়ে সমালোচনার মুখে ঘটনা তদন্তে কমিটি গঠন করে চট্টগ্রাম পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন