নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে মো. রাসেল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়ছে।মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পাহারপুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আহাদ মিয়ার ছেলে।নিহতের প্রতিবেশি হাসান আল মাসুদ বাবু বলেন, রাসেল তাদের বাড়ির সাথে একটি ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে রাসেল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে এলাকার লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আজ দুপুরে দিকে উপজেলার পাহারপুর ইউনিয়নের খাটিংগা গ্রামে রাসেল মিয়া নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।