News71.com
 Bangladesh
 21 Jul 20, 06:59 PM
 896           
 0
 21 Jul 20, 06:59 PM

চট্টগ্রাম বন্দরে ট্রানজিট পণ্যবাহী ভারতের প্রথম জাহাজ॥

চট্টগ্রাম বন্দরে ট্রানজিট পণ্যবাহী ভারতের প্রথম জাহাজ॥

নিউজ ডেস্কঃ ভারত থেকে ট্রানজিট পণ্য নিয়ে প্রথমবারের মতো জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ‘এমভি সেঁজুতি’ নামের ওই জাহাজটি বন্দরে নোঙর করে।এতে বহন করা রড ও ডাল বোঝাই কনটেইনারগুলো দেশের সড়কপথ দিয়ে আখাউড়া-আগরতলা স্থলবন্দর হয়ে চলে যাবে ভারতের ত্রিপুরা ও আসামে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, জাহাজটিতে থাকা চার কনটেইনার পণ্য বাংলাদেশের উপর দিয়ে সড়কপথে যাবে ভারতের আসাম ও ত্রিপুরাতে। জোয়ার এলে জাহাজটি বন্দরের বহির্নোঙ্গর থেকে জেটিতে আনা হবে। এরপর শুল্ক আদায়ের প্রক্রিয়া সম্পন্ন করবে কাস্টমস। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও বিধি অনুযায়ী তাদের মাসুল আদায় করবে।প্রসঙ্গত, বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ সাত ধরনের মাশুলের পরিপ্রেক্ষিতে প্রতিটি কনটেইনার থেকে ইলেকট্রিক সিলের মাশুল ছাড়া আয় করবে গড়ে ৪৮ থেকে ৫৫ ডলার। এর বাইরেও মাশুল পাবে বন্দর ও সড়ক বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন